ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’, পোস্টারেই বাজিমাতের ইঙ্গিত

ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’, পোস্টারেই বাজিমাতের ইঙ্গিত

২১ মে ২০২৫

ঈদের সিনেমার দৌড়ে এবার নাম লিখিয়েছে নিরব অভিনীত ‘শিরোনাম’। বুধবার সকালে ফেসবুকে সিনেমাটির প্রথম পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির ঘোষণা দেন চিত্রনায়ক নিজেই।

নিরব বললেন, “নতুন গল্প নিয়ে আসছি। আরও অনেক চমক অপেক্ষায় আছে। সময়মতো সব জানাব আমরা।”

“দুই-এক দিনের মধ্যেই সব বিস্তারিত শেয়ার করব,” বললেন পরিচালক।

সিনেমাটি পরিচালনা করছেন অনিক বিশ্বাস। তিনি জানান, ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’। কাজ চলছে পুরো দমে।
“দুই-এক দিনের মধ্যেই সব বিস্তারিত শেয়ার করব,” বললেন পরিচালক।

গল্প নিয়ে এখনই কিছু বলতে চাননি কেউ। শুধু ইঙ্গিত, “এটা আমাদের গল্প—যা দর্শক চায়, তেমনই।”

নায়ক নিরব ছাড়াও রয়েছেন আরও বেশ কিছু পরিচিত মুখ। তবে এখনই পুরো তালিকা প্রকাশে অনীহা নির্মাতার।

চিত্রগ্রহণে ছিলেন বাংলাদেশের সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী—যা সিনেমাটিকে দিয়েছে আন্তর্জাতিক ছোঁয়া।

সবচেয়ে বড় চমক—এই সিনেমার মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন আরফিন রুমি। দীর্ঘদিন পর তার গান শোনা যাবে বড় পর্দায়।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’। আপাতত অপেক্ষা পোস্টারের পর ট্রেলারের, আর ট্রেলার শেষে হয়তো বক্স অফিসে ‘শিরোনাম’-এর নামটাই শিরোনামে উঠে আসবে।