
বিয়ের সহজ সমাধান দিলেন ইমন
- 03 Jun 2025
আধুনিক সমাজ ও আত্মপরিচয়ের টানাপোড়েন নিয়ে নির্মিত নাটক ‘উনপুরুষ’ আবারও মঞ্চে আসছে। নাটকটি মঞ্চস্থ করবে নবরস নৃত্য ও নাট্যদল, আগামী ২৪ মে (শনিবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলীরোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে।
নবরস ২০১৮ সালে গঠিত হলেও বহু প্রস্তুতি ও সাধনার পর ২০২৩ সালে তাদের প্রথম প্রযোজনা হিসেবে ‘উনপুরুষ’ নাটকটি মঞ্চে আনে। নাটকটি এমন এক মানুষের গল্প, যিনি সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তার নিজস্ব আত্মপরিচয়ের খোঁজে। পরিচয়ের স্বীকৃতি না পাওয়ায় তার জীবন হয়ে ওঠে দোটানা ও দ্বন্দ্বে ভরা।
‘উনপুরুষ’-এর বিষয়বস্তু ও উপস্থাপনাভঙ্গি নতুন প্রজন্মের দর্শকদের মাঝে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছে নাট্যদলটি। যারা ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি অনন্য সন্ধ্যা।
নাট্যকার অপু মেহেদী বলেন, “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের চূড়ান্ত পরিচয় নয়। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা, অনুভূতি আর আত্মোপলব্ধির মধ্য দিয়েই গড়ে ওঠে প্রকৃত আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ সহজে গ্রহণ করে না বলেই অনেকেই হয়ে ওঠেন বিপন্ন।”
নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। তিনি জানান, “সমাজের অসংগতিগুলো তুলে ধরার প্রয়াস থেকেই ‘উনপুরুষ’-এর মঞ্চায়ন। এই ধরনের বিষয়ভিত্তিক নাটক আমাদের মঞ্চে খুব কমই দেখা যায়। দর্শকদের জন্য এটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে বলেই বিশ্বাস করি।”
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চনাটকের পরিচিত মুখ সালমান শুভ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, সালমা শুভ চৌধুরী, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন।
‘উনপুরুষ’-এর বিষয়বস্তু ও উপস্থাপনাভঙ্গি নতুন প্রজন্মের দর্শকদের মাঝে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছে নাট্যদলটি। যারা ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি অনন্য সন্ধ্যা।