
বিয়ের সহজ সমাধান দিলেন ইমন
- 03 Jun 2025
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা। এটি পরিচালনা করেছেন আব্দুস সামাদ খোকন। তামান্না সুলতানা প্রযোজিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, বাপ্পা শান্তনু, মাসুম বাশার, মিলি বাশার, সাদিয়া শিমুল প্রমুখ।
সর্বশেষ ব্যাংকক মুভি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ‘আইকন অ্যাওয়ার্ড’ পেয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। তাছাড়া সুইজারল্যান্ডের আলপাইন ফ্রেমস ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ডস, আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর্টোডি এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস, এশিয়ান ট্যালেন্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দো-দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, স্টকহোম সিটি ফিল্ম ফেস্টিভ্যাল, রোশনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব শ্রীনগর, আন্তর্জাতিক আইকনিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-সহ মোট ২২টি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সিনেমাটি।
প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে প্রযোজক তামান্না সুলতানা বলেন, “শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অনুপ্রেরণামূলক। এটি প্রমাণ করে, মানসম্পন্ন গল্প, দক্ষ নির্মাণ ও নিখুঁত অভিনয় থাকলে বাংলা চলচ্চিত্রও বিশ্বজয় করতে পারে।”
প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে প্রযোজক তামান্না সুলতানা বলেন, “শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অনুপ্রেরণামূলক। এটি প্রমাণ করে, মানসম্পন্ন গল্প, দক্ষ নির্মাণ ও নিখুঁত অভিনয় থাকলে বাংলা চলচ্চিত্রও বিশ্বজয় করতে পারে।”
প্রযোজক হিসেবে এই জার্নির গল্প জানিয়ে তামান্না সুলতানা বলেন, “সিনেমায় বিনিয়োগ আমার জন্য খুব ব্যয়বহুল একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার বাবা মোহাম্মদ সামসুল হক মল্লিক যদি শুরু থেকেই পাশে না থাকতেন, তাহলে এই কাজ সম্ভব হতো না। আমার বাবা-মা দুজনই আমাকে সবসময় সাহস ও উৎসাহ দিয়ে গেছেন।”
জনপ্রিয় গায়ক মনির খানের গাওয়া ‘ভবপারে লও আমারে বাইয়া’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। এছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় ও গান গেয়েছেন কণ্ঠশিল্পী অনিমা রায়। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার ও বিনোদ রায় দাস। চিত্রগ্রহণে ছিলেন আসাদুজ্জামান মজনু, সম্পাদনায় মনিরুল ইসলাম।
প্রযোজক তামান্না সুলতানা পিরোজপুরের সন্তান। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। ২০১০ সাল থেকে অডিও-ভিডিও প্রযোজনায় কাজ শুরু করেন। পাশাপাশি ইডেন মহিলা কলেজ থেকে দর্শনে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরপর বাংলাদেশে এলএলবি ডিগ্রি নেন। কিছুদিন আগে ব্রিটিশ এলএলবি সম্পন্ন করেন তামান্না।