
বিয়ের সহজ সমাধান দিলেন ইমন
- 03 Jun 2025
বাংলাদেশে বিয়ের উপযুক্ত নারী-পুরুষের সংখ্যা নেহাত কম নয়। আধুনিক জীবন ব্যস্ততায় অনেকেই এখন আর আত্মীয়-স্বজন, ঘটক কিংবা ফেসবুক গ্রুপের উপর নির্ভর করতে চান না। ফলে বিশ্বস্ত, নিরাপদ ও সরাসরি যোগাযোগভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের চাহিদা বেড়েই চলেছে। এই প্রেক্ষাপটে যাত্রা শুরু করল ম্যাট্রিমনি অ্যাপ ‘বিবাহ ডটকম’, যা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
গতকাল রাজধানীর মগবাজারে ‘বিবাহ ডটকম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়ে ইমন বলেন, “এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুব দরকার। বিশ্ব যখন অনেক আগেই ডিজিটালের পথে এগিয়েছে, তখন বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন? আমি সাফি ভাই, ইস্পাহানি ভাই ও আরিফ ভাইকে অভিনন্দন জানাই এমন একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। এটি শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার বাঙালিদের জন্য। এই প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যাবে লক্ষাধিক ছেলে-মেয়ের প্রোফাইল, ছবি—যেখান থেকে খুব সহজেই পছন্দের পাত্র-পাত্রী খুঁজে নেওয়া সম্ভব। আমি নিজেই অনেক বন্ধু-বান্ধবকে ‘বিবাহ ডটকম’-এর কথা বলেছি। এটা সত্যিই বিয়ের জন্য সবচেয়ে সহজ উপায়।”
“Bibaho.com সেসব বিষয়ে সতর্ক। আমাদের অ্যাপে রয়েছে—বাংলা ও ইংরেজি ভাষায় সাপোর্ট, প্রোফাইল ভেরিফিকেশন, ধর্ম, পেশা, লোকেশনসহ কাস্টম ফিল্টার, অভিভাবকের সঙ্গে যোগাযোগের অপশনসহ নিরাপদ ও আধুনিক বিয়ের প্রয়োজনীয় সব ফিচার।”
উদ্বোধনী আয়োজনে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সাফি উদ্দিন সাফি, এম এন ইস্পাহানি, আরিফ, প্রযোজক কালাম কিবরিয়া লিপু, মোহাম্মদ আলীম উল্লাহ খোকনসহ চলচ্চিত্র জগতের অনেকেই।
বিবাহ ডটকমের অন্যতম উদ্যোক্তা এম এন ইস্পাহানি বলেন, “বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসী বাঙালিদের জন্য রয়েছে আলাদা সেকশন। যারা দেশে বসবাসরত পাত্র বা পাত্রী খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ সহায়ক হবে। অন্যান্য অনেক প্ল্যাটফর্মে যেমন ভুয়া প্রোফাইল বা প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ রয়েছে, Bibaho.com সেসব বিষয়ে সতর্ক। আমাদের অ্যাপে রয়েছে—বাংলা ও ইংরেজি ভাষায় সাপোর্ট, প্রোফাইল ভেরিফিকেশন, ধর্ম, পেশা, লোকেশনসহ কাস্টম ফিল্টার, অভিভাবকের সঙ্গে যোগাযোগের অপশনসহ নিরাপদ ও আধুনিক বিয়ের প্রয়োজনীয় সব ফিচার।”