ভালোবাসার মানুষ মানেই শুধু আপনজন নয়; সমাজের সেই সব অবহেলিত, উপেক্ষিত মুখগুলোরও ভালোবাসার অধিকার রয়েছে। ভালোবাসা মানে কেবল সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে মানবতার পরম স্পর্শ ছড়িয়ে দেওয়া। ঠিক এই দর্শনকেই সামনে রেখে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের প্রাক্কালে মানব কল্যাণ সংগঠন "বোধ" গ্রহণ করে এক অনন্য মানবিক উদ্যোগ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাহাত মিয়া (রাহাত সাইফুল) নিজ হাতে শীতার্তদের মাঝে বিতরণ করেন উষ্ণতার প্রতীক—কম্বল। ঠান্ডার কষ্টে জর্জরিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
রাহাত মিয়া বলেন, "ভালোবাসা কেবল শব্দে নয়, কাজেই প্রকাশ পায়। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ভালোবাসা। এই উদ্যোগ আমাদের সংগঠনের শুরু মাত্র। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কাজে নিয়োজিত থাকব।"
"বোধ" সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও তারা স্বাস্থ্যসেবা, শিক্ষা উপকরণ বিতরণ এবং সচেতনতামূলক নানা কার্যক্রম চালিয়ে থাকে।
ভালোবাসা দিবসের ঠিক আগে এই আয়োজন যেন সমাজের প্রতি একটি বার্তা—ভালোবাসা শুধু প্রিয়জনের জন্য নয়, ভালোবাসা ছড়িয়ে দিতে হয় সেইসব মানুষের মাঝেও, যাদের হৃদয়ও উষ্ণতার অপেক্ষায় থাকে।
Food Distribution Programs....