
পরিচয়ের সংকট নিয়ে ‘উনপুরুষ’—নবরস-এর বিশেষ মঞ্চায়ন ২৪ মে
- 18 May 2025
ওডিসি মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে হৃদয়ছোঁয়া একটি নতুন গান—‘এমন একটা মায়ার জাদু’। গানের কথা লিখেছেন গীতিকবি রবিউল ইসলাম রবি, সুর ও সংগীতে আছেন আহম্মেদ সজীব, আর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমীন আক্তার।
“এই গানটি আমার খুব কাছের। একরকম না-পাওয়ার যন্ত্রণা, অন্তরের গভীর দীর্ঘশ্বাস যেন শব্দ হয়ে উঠেছে এতে। সজীব অসাধারণভাবে সুর ও সংগীতায়োজন করেছেন। আর শারমীন এতটাই হৃদয় থেকে গেয়েছেন যে গানটি যেন প্রাণ ফিরে পেয়েছে।”
গানটির বিষয়ে গীতিকবি রবিউল ইসলাম রবি বলেন, “এই গানটি আমার খুব কাছের। একরকম না-পাওয়ার যন্ত্রণা, অন্তরের গভীর দীর্ঘশ্বাস যেন শব্দ হয়ে উঠেছে এতে। সজীব অসাধারণভাবে সুর ও সংগীতায়োজন করেছেন। আর শারমীন এতটাই হৃদয় থেকে গেয়েছেন যে গানটি যেন প্রাণ ফিরে পেয়েছে।”
কণ্ঠশিল্পী শারমীন আক্তারও গানটি নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, “এই গানে এক অদ্ভুত মায়া আছে—কথা, সুর, সংগীত—সবকিছুতেই। রবি ভাইয়ের লেখাগুলো একেবারে মন ছুঁয়ে গেছে। সজীব ভাইয়ের সুরে গাইতে গিয়ে আমি নিজেই ডুবে গিয়েছিলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস।”
শ্রোতাদের জন্য সুখবর, ইতোমধ্যে গানটি ওডিসি মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং সেখান থেকেই উপভোগ করা যাচ্ছে।