প্রিয়জনের মঞ্চে শ্রদ্ধা, ভালোবাসা আর বিজয়ের উচ্ছ্বাস

প্রিয়জনের মঞ্চে শ্রদ্ধা, ভালোবাসা আর বিজয়ের উচ্ছ্বাস

১২ মে ২০২৫

অনুষ্ঠিত হলো ‘প্রিয়জন ফ্যামিলি ডে ২০২৫’ ও ‘প্রিয়জন সম্মাননা’ প্রদান অনুষ্ঠান। পরিচালক, অভিনয়শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। সম্প্রতি এই আয়োজন করে নাট্যশিল্পীদের সংগঠন প্রিয়জন।

 

প্রিয়জন সম্মাননা পেয়েছেন— বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের প্রথম সভাপতি ফেরদৌসী মজুমদার, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, বিদায়ী সভাপতি আহসান হাবিব নাসিম, বিদায়ী সাধারণ সম্পাদক রওনক হাসান। পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত (২০২৫-২০২৮) পূর্ণ কমিটির বিজয়ীরা এবং ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসানকেও এই সম্মাননা দেওয়া হয়।  

প্রিয়জন সম্মাননা পেয়েছেন— বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের প্রথম সভাপতি ফেরদৌসী মজুমদার, সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, বিদায়ী সভাপতি আহসান হাবিব নাসিম, বিদায়ী সাধারণ সম্পাদক রওনক হাসান। পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত (২০২৫-২০২৮) পূর্ণ কমিটির বিজয়ীরা এবং ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক ফরিদুল হাসানকেও এই সম্মাননা দেওয়া হয়।

 

প্রিয়জনের সভাপতি অপু আহমেদ বলেন, “জিতবে ২১, হারবে না কেউ’— অভিনয় শিল্পী সংঘের এই স্লোগান সামনে রেখে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের একই মঞ্চে আনার চেষ্টা করেছি। আমরা চাই, সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে।”  

 
 
অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. রেজাউল ইসলাম, প্রিয়জন ফ্যামিলি ডের টাইটেল স্পন্সর ও পারফেক্ট ইলেকট্রনিক্সের কর্ণধার গোলাম শাহরিয়ার কবিরসহ স্পন্সর প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 
এ অনুষ্ঠানে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট, পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে রুম হিটার কাম কুলার এবং প্রিয়জনের পক্ষ থেকে স্মারক মগ উপহার হিসেবে দেয়া হয়।
 
ক্রিকেট ম্যাচের আয়োজনের মাধ্যমে দিনটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে। চার দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় সাদমান সামীর-এর দল, রানার্স আপ হয় অপু আহমেদ-এর দল। বিজয়ী দলকে দেয়া হয় পারফেক্ট ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট উপাধি, পাশাপাশি পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সৌজন্য উপহারও প্রদান করা হয়।