করোনা মহামারিতে ‘বোধ’ এর পাশে থাকা — আগস্ট ২০২১

২০২১ সালের আগস্ট—করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখনও থেমে থাকেনি মানবকল্যাণ সংগঠন ‘বোধ’। সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, মাইকিং করে প্রচারণা চালায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি, সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষের টিকা নিবন্ধন ও টিকা কার্ড বিনামূল্যে করে দিয়েছে ‘বোধ’র সদ্যরা।