ভাঙনের ক্ষত নিয়ে রাস্তায় চালিতাবুনিয়া, তিন দফা দাবিতে মানববন্ধন

ভাঙনের ক্ষত নিয়ে রাস্তায় চালিতাবুনিয়া, তিন দফা দাবিতে মানববন্ধন

০৭ Jul ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়ন নদীভাঙন ও জলোচ্ছ্বাসে বছরের পর বছর ধরে বিপর্যস্ত। বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় মানুষের ঘরবাড়ি, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির এমনকি কবরস্থানও। এসব অব্যাহত দুর্দশার স্থায়ী সমাধানের দাবিতে এবার ঢাকার রাজপথে সরব হলেন চালিতাবুনিয়ার ভুক্তভোগী মানুষ।

 

২০২০ সালে করোনা মহামারির ভয়াবহ সময়কে কেন্দ্র করে জন্ম নেয় ‘বোধ’। সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা মো: রাহাত মিয়া (রাহাত সাইফুল)-এর নেতৃত্বে সংগঠনটি দেশের বিভিন্ন সংকটে পাশে থেকেছে—এবারও তার ব্যতিক্রম হয়নি।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত হয় এই মানববন্ধন।

চালিতাবুনিয়া ও আশপাশের ইউনিয়নের শতাধিক মানুষ এতে অংশ নেন। শিক্ষার্থী, সাংবাদিক, লেখক, সামাজিক সংগঠকসহ নানা পেশার মানুষ একত্র হন এই দাবিতে। বিশেষভাবে চোখে পড়ে মানবকল্যাণমূলক সংগঠন ‘বোধ’-এর সদস্যদের সক্রিয় অংশগ্রহণ।

 

বক্তারা বলেন, “প্রতিবার নির্বাচনের আগে আশ্বাস আসে, কিন্তু বাস্তব প্রতিকার আসে না। কিছু সাময়িক কাজ হলেও তা টেকসই নয়। বর্ষার ঢলেই ভেঙে পড়ে বাঁধ। এভাবে আর চলতে পারে না।”

 

তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. ব্লক দিয়ে টেকসই নদী রক্ষা বাঁধ নির্মাণ,

২. গৃহহারা মানুষদের পুনর্বাসন,

৩. ভূমিহীনদের জন্য খাস জমি বরাদ্দ।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেন, “এই তিনটি দাবি এখন আর অনুরোধ নয়, মৌলিক অধিকার। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

 

 

মানব কল্যাণ সংগঠন ‘বোধ’-এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “চালিতাবুনিয়ার মানুষ শুধু ঘর হারায়নি, হারিয়েছে ভবিষ্যতের স্বপ্ন। এই নদীভাঙন এখন অস্তিত্ব সংকটে রূপ নিয়েছে। আজকের মানববন্ধন শুধু প্রতিবাদ নয়, এটি একটি সমাজচেতনামূলক আন্দোলন। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

 

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির ভয়াবহ সময়কে কেন্দ্র করে জন্ম নেয় ‘বোধ’। সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা মো: রাহাত মিয়া (রাহাত সাইফুল)-এর নেতৃত্বে সংগঠনটি দেশের বিভিন্ন সংকটে পাশে থেকেছে—এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতির সহসভাপতি রাজিব জুবায়ের, বাহাউদ্দীন হাওলাদার, দেলোয়ার হোসেন, বিশিষ্ট শিল্পপতি রাকিবুল হাসান আলমাস, বাদল ফরাজী, রুবেল মুফতী, নিয়াজ খান, রায়হান মুফতীসহ অনেকেই।