নাটক নির্মাণে এবার চিকন আলী

নাটক নির্মাণে এবার চিকন আলী

০৭ Jul ২০২৫

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা শামিনুর রহমান, যিনি দর্শকের কাছে পরিচিত ‘চিকন আলী’ নামে—এবার নাম লিখছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে।

 

“এখন চলচ্চিত্রে কাজ কমে গেছে। আমরা যারা এই মাধ্যমেই আয় করি, তাদের জন্য বিষয়টা সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাই ইউটিউবকে বেছে নিয়েছি, যেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে।”

২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্র দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন চিকন আলী। এরপর দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন প্রায় দুই শতাধিক সিনেমায় দর্শক হাসানোর অমূল্য মুহূর্ত। মানুষকে হাসানো যেখানে সবচেয়ে কঠিন কাজ, সেখানে চিকন আলী নিজের অভিনয় দিয়ে সেই কাজটিকে করেছেন সহজ ও উপভোগ্য।

 

সিনেমার ব্যস্ততা কিছুটা কমে যাওয়ায় এখন নিজের ইউটিউব প্ল্যাটফর্মকে কেন্দ্র করেই এগিয়ে যেতে চান এই জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’-এর জন্য নির্মাণ শুরু করেছেন নিয়মিত কনটেন্ট। এবার সেখানেই নিয়মিতভাবে নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন।

 

এ বিষয়ে চিকন আলী বলেন, “এখন চলচ্চিত্রে কাজ কমে গেছে। আমরা যারা এই মাধ্যমেই আয় করি, তাদের জন্য বিষয়টা সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাই ইউটিউবকে বেছে নিয়েছি, যেখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে।”

 

তিনি আরও বলেন, “আমি সবসময় কমেডি ঘরানার গল্পেই বিশ্বাস করি। কারণ দর্শক চায় একটু হাসি, একটু স্বস্তি। তাদের অনেকেই গ্রাম থেকে আসা মানুষ, শহরেও গ্রামকে ভালোবাসে। আমি সেই গ্রামীণ বাস্তবতাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার কনটেন্টে।”

 

চিকন আলীর এই নতুন উদ্যোগে তার ভক্তরা যেমন আগ্রহী, তেমনি অপেক্ষায় রয়েছেন হাস্যরসের নতুন রূপে প্রিয় অভিনেতাকে দেখার জন্য।